সাধারন পাহাড়িরা শান্তি চাইলেও পাহাড়ের পরিবেশ অস্থিতিশীল করছে ইউপিডিএফ
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা, জেলা সদরের পানছড়ি সড়ক ও রাঙামাটিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র দল ইউপিডিএফের সহিংসতা এবং সাধারণ পাহাড়িদের উস্কানি নিয়ে সংঘর্ষ সৃষ্টির ঘটনায় এ পর্যন্ত ৪ জন নিহত ও বহু মানুশ আহত হয়েছেন। এছাড়া অগ্নিকান্ডের ঘটনায় খাগড়াছড়ি ও রাঙমাটিতে নিঃস্ব হয়ে গেছেন কয়েকশ পরিবার।
এ পরিস্থিতিতে স্থানীয় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ রাজিনৈতিক দলগুলো সর্বোচ্চ সহায়তা দিয়ে এলাকায় শান্তি ফেরাতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আক্রান্ত এলাকা পরিদর্শন করে দোষীদের বিচার ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কথাও জানিয়েছে প্রশাসন। কিন্তু এরপরও পরিস্থিতি ঘোলা করার উদ্দেশ্যে তিন জেলায় সড়ক ও নৌ পথ অবরোধের ঘোষনা দেয় ইউপিডিএফ।
এ প্রেক্ষিতে সকাল থেকেই খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন উপজেলাসহ গুরুত্বপূর্ন সড়কে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে ইউপিডিএফ সন্ত্রাসীরা। এছাড়া স্বাভাবিক হয়ে আসা আক্রান্ত এলাকাগুলোতে পুনরায় সহিংসতা ছড়াতে উস্কানি দেয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রনে আসা পরিস্থিতি আবারও উত্তপ্ত করতে ভোর থেকেই খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা সড়কে টায়ার জ্বালিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করে ইউপিডিএফ ও তাদের ছাত্র সংগঠন পিসিপির সদস্যরা।
এছাড়া ঢাকা থেকে খাগড়াছড়ির প্রবেশমুখ রামগড়ের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে টায়ারে আগুন দিয়ে সড়কে অস্থিরতা সৃষ্টি করে সাধারণ মানুষের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সন্ত্রাসীরা।
রাঙামাটি পার্বত্য জেলার কুদুকছড়ি ও সাপছড়িতে সড়কে টায়ার জ্বালানো ছাড়াও সাজেকের মাচলং পর্যটন সড়ক এবং সাজেকের পর্যটন সড়ক ও মারিশ্যা সড়কের ১২ কিলো এলাকায়ও সড়কে আগুন দেয় সন্ত্রাসীরা।

এছাড়া রাঙামাটির বাঘাইছড়ির চার কিলোমিটার (প্রশিক্ষণ টিলা) নামক স্থানে ইলিয়াস নামের এক বাঙ্গালি ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে ইউপিডিএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে।
ধারনা করা হচ্ছে, নানা উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টি করে পাহাড়ে পাশ্ববর্তী দেশ ভারতের ইন্ধনে বড় ধরনের কোন সাম্প্রদায়িক সংঘাতের পরিকল্পনা করছে ইউপিডিএফ সন্ত্রাসীরা। মূলত, স্থানীয় প্রশাসন ও সাধারন নিরীহ পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে অন্তর্বতী সরকারকে চাপে ফেলার কোন পরিকল্পনা অংশও হতে পারে বলে ধারনা স্থানীয়দের।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
