সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় লক্ষ্মীছড়ি জোনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় লক্ষ্মীছড়ি জোনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় লক্ষ্মীছড়ি জোনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর আয়োজনে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালী সম্প্রদায়, গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, হেডম্যানি-কার্বারীসহ সংশ্লিষ্টদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীছড়ি জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় লক্ষ্মীছড়ি জোনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

এসময় জোন উপ-অধিনায়ক মেজর সারোয়ার জাহান, লক্ষ্মীছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান এবং কারবারিগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় লক্ষ্মীছড়ি পূজা পরিচালনা কমিটির সভাপতি শ্রী রিংকু দাস বলেন, প্রতি বছরের ন্যায় এবছর ও আগামী ৬-১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ লক্ষ্মীছড়ি উপজেলা মন্দিরে শারদীয় দূর্গাপূজা উৎযাপন করা হবে। তিনি এ ব্যাপারে এলাকাবাসী ও আইন শৃংখলা বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

১নং লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা বলেন, লক্ষ্মীছড়ি জোনের দৃঢ়তার কারণে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি জেলায় চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব লক্ষ্মীছড়িতে পড়েনি। এজন্য তিনি লক্ষ্মীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, বিগত মাসে লক্ষ্মীছড়ি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদউত্তীর্ণ খাদ্য রাখার দায়ে দুটি দোকানে ৩০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

এছাড়া সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা সেনা জোনের আন্তরিক প্রচেষ্টায় উপজেলায় গ্রামীন ফোনের টাওয়ার পুনরায় সচল হওয়ায় লক্ষ্মীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ০৫টি ইউনিয়ন বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লক্ষ্মীছড়ি জোনের সেনাসদ্যরা লক্ষীছড়ি উপজেলার পাশাপাশি ফটিকছড়ি উপজেলাতে বন্যার্তদের সাহায্য, উদ্ধার ও পূনর্বাসন কাজে নিয়োজিত আছে।

তিনি আরও বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং যে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে। লক্ষ্মীছড়ি উপজেলার উন্নয়নে লক্ষ্মীছড়ি জোন আরও অধিক ভূমিকা রাখবে বলে জোন অধিনায়ক আশ্বাস প্রদান করেন।

এসময় জোন অধিনায়ক বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন এবং বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) লক্ষীছড়ি থানা মোঃ জাকির হোসাইনকে তাদের নতুন কর্মস্থলে সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, উপস্থিত সকলে লক্ষ্মীছড়ি জোনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লক্ষ্মীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।