দীঘিনালায় ধর্মীয় প্রতিষ্ঠান ও গরীব দুস্থদের মাঝে সংসদ সদস্যের সোলার বিতরণ - Southeast Asia Journal

দীঘিনালায় ধর্মীয় প্রতিষ্ঠান ও গরীব দুস্থদের মাঝে সংসদ সদস্যের সোলার বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্কঃ

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গরীব দুস্থ পরিবারের মাঝে সোলার বিতরণ করা হয়েছে।

রোববার (১ লা সেপ্টেম্বর) শিল্পকলা একাডেমীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার বিতরণ করেন খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউছার আলম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব প্রমূখ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং পরিবারের মাঝে ১ শত সোলার প্যানেল বিতরণ করেন।