যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন সেনাবাহিনীর

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন সেনাবাহিনীর

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন সেনাবাহিনীর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যশোর সেনানিবাসের কর্মকর্তারা বাঘারপাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার খাজুরা বাজার কেন্দ্রীয় কালিবাড়ি পূজা মণ্ডপ পরির্দনকালে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী সনাতন ধর্মালম্বী সবাইকে শুভেচ্ছা জানান।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল মীর মোস্তফা কামাল, ক্যাপ্টেন নাহিদ হাসান প্রত্যয়, খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছবেদ আলী, যশোর সরকারি সিটি কলেজের প্রভাষক অরবিন্দু কুমার কুণ্ডু, বাঘারপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, কালিবাড়ি পূজা উদযাপন কমিটির আহবায়ক কার্ত্তিক চন্দ্র মণ্ডল, সদস্য সচিব নারায়ণ চন্দ্র অধিকারী, মন্দিরের পুরোহিত মৃত্যুঞ্জয় মজুমদারসহ সেনা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী বলেন, কারও ধর্ম বিশ্বাসে আঘাত করা যাবেনা। যার যার ধর্ম সে সে পালন করবে। এদেশে সবার সমঅধিকার আছে। সারাদেশের মতো যশোরের পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর রয়েছে সেনাবাহিনী।

এ সময় তিনি অন্য সব ধর্মাবলম্বীদের সহযোগিতা প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে এগিয়ে আসার আহব্বান জানান।

এর আগে সকালে বাঘারপাড়া পৌর এলাকার রাধাকান্ত পূজা মণ্ডপ ও রায়পুর ইউনিয়নের শালবরাট পূজা মণ্ডপ পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ বছরে বাঘারপাড়া উপজেলায় ৮৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।