ময়মনসিংহে বন্যার্তদের মাঝে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যার্তদের চিকিৎসার্থে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এর ব্যবস্থাপনায় এবং ৪০৩ ব্যাটেল গ্রুপ আয়োজিত ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে হালুয়াঘাটের পাঁচ শতাধিক দরিদ্র-দুঃস্থদের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
এছাড়া ৪০৩ ব্যাটেল গ্রুপ এক হাজার ৬০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে। খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে বন্যার্তদের পাশে রয়েছে বাংলাদেশ সেনাবহিনী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।