বার্মা কলোনি থেকে ৪ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

বার্মা কলোনি থেকে ৪ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীর বার্মা কলোনি থেকে তিন নারীসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বার্মা কলোনির একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আছিয়া খাতুন, ফেরোজা বেগম, মোহাম্মদ আরাফাত ও আছিয়া বেগম।

বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার তথ্য জানিয়েছেন ‘চারজন বৃহস্পতিবার বার্মা কলোনিতে এক আত্মীয়ের বাসায় আসেন। গোপন সংবাদ পেয়ে আমরা রাতে ওই বাসা থেকে তাদের আটক করি। জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গা নাগরিক স্বীকার করেছে। তবে তারা একেক সময় একেক তথ্য দিচ্ছেন। কখনও বলছেন, কয়েকদিন আগে চট্টগ্রাম এসে চকবাজার এলাকায় ছিলেন সেখান থেকে বার্মা কলোনিতে এসেছেন। আবার কখনও বলছেন, কক্সবাজার থেকে সরাসরি তারা বার্মা কলোনিতে এসেছেন।’ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।