সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ-২০২৪-এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৩ নভেম্বর) সকালে রাজশাহী সেনানিবাসে এ শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান।
শপথগ্রহণ প্যারেডে কোয়ার্টার মাস্টার জেনারেল তার বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃংখল এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের প্রতি অভিনন্দন জানান এবং কর্মজীবনে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
দীর্ঘ ৩৬ সপ্তাহের প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে নবীন সৈনিক হিসেবে যোগদান করবেন।
এ বছর সব বিষয়ে সেরা রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মিনহাজ হোসেন এবং দ্বিতীয় সেরা রিক্রুট হিসেবে বিবেচিত হন রিক্রুট মো. আইনুর ইসলাম।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
