আইনজীবী হত্যা: জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইসকনের

আইনজীবী হত্যা: জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইসকনের

যৌথ আইনজীবী হত্যা: জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইসকনেরবাহিনীর ওপর হামলার ঘটনায় সীতাকুণ্ডে ইসকন সদস্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে ইস্কন বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছে ইসকন।

গতকাল রাতে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় ইসকন এ শোক জানায়।

ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রক্ষ্ণচারী স্বাক্ষরির শোকবার্তায় বলা হয়, ‘চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে ইস্কন বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। তার মর্মান্তিক অকালপ্রয়াণ আমাদের মর্মাহত ও বেদনাহত করেছে। আমরা তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

আইনজীবী হত্যা: জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইসকনের

বার্তায় বলা হয়, ‘এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানাই। আইন, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে দৃঢ়পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।’

ইসকন আরো জানায়, ‘ইস্কন বাংলাদেশ বিশ্বাস করে, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিকতার প্রসারে সকলে ঐক্যবদ্ধ থাকুক আমরা এ প্রত্যাশা করি।
পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি, তিনি যেন প্রয়াত সাইফুল ইসলাম আলিফের আত্মাকে চিরশান্তি দান করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।