থাই মাছ ধরার নৌকায় গুলি মিয়ানমারের নৌবাহিনীর, ৩১ জেলে আটক
 
                 
নিউজ ডেস্ক
মিয়ানমারের নৌবাহিনী থাইল্যান্ডের কয়েকটি মাছ ধরার নৌকা লক্ষ্য করে গুলি ছুড়েছে, এতে এক জেলে ডুবে মারা গেছেন আর আরও ৩১ জনকে আটক করেছে তারা।
শনিবার মিয়ানমারের জলসীমার সাত দশমিক চার থেকে ১০ দশমিক ছয় কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটেছে বলে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন।
মুখপাত্র থানাটিপ সাওয়াংসাং এক বিবৃতিতে জানান, মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় ১৫টি থাই মাছ ধরার ট্রলারের মধ্যে দু’টিতে গুলি করা হয়। ঘটনার সময় তিনজন জেলে পানিতে ঝাঁপিয়ে পড়েন, তাদের মধ্যে একজন ডুবে মারা যান আর থাই নৌবাহিনী বাকি দুইজনকে উদ্ধার করে।
নৌকাগুলোর একটিতে ৩১ জন জেলে ছিল। তাদের সবাইকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী। থাই নৌবাহিনী তাদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনা করছে বলে সাওয়াংসাং জানিয়েছেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের জানানো টেলিফোন অনুরোধে মিয়ানমারের শাসক জান্তা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকনডেস বালানকুরা জানান, তাদের মন্ত্রণালয়ও জেলেদের মুক্তির জন্য মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং এ ঘটনায় আন্তর্জাতিক আইনের কোনো লঙ্ঘন ঘটেছে কি না, তা পর্যালোচনা করে দেখছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রানোং প্রদেশের সঙ্গে মিয়ানমারের জলসীমা আছে। এই প্রদেশটির মৎস বিভাগ থাই মাছ ধরার ট্রলারগুলোকে ওই জলসীমার কাছ দিয়ে চলাচলের সময় সতর্ক থাকতে বলেছে।
২০২১ সালে নির্বাচিত একটি সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে সংকটে আছে মিয়ানমার। জান্তা ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমন করার পর থেকে দেশটিতে সশস্ত্র বিদ্রোহ দেখা দিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
