নিরাপত্তাবাহিনীর অভিযানে গুইমারায় এলজিসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এলজিসহ নিয়ং মারমা (৩০) নামে প্রসীত পন্থি ইউপিডিএফের এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালের দিকে গুইমারার বাইল্যাছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালের দিকে অভিযান চালিয়ে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার একটি বাড়ি থেকে দেশীয় তৈরী একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ নিয়ং মারমা (৩০)‘কে আটক করে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা। এসময় আটককৃত নিয়ং মারমা নিজেকে ইউপিডিএফ (প্রসীত) কর্মী দাবী করে। সে গুইমারার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত বলে যৌথবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে তাকে গুইমারা থানায় হস্থান্তর করা হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নিয়ং মারমার বিরুদ্ধে অস্ত্র আইনে গুইমারা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
