সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৯ম পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৯ম পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৯ম পুনর্মিলনী অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওকাস’ কর্তৃক তিন দিন ব্যাপী ৯ম পুনর্মিলনীর ২য় দিন আজ শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) অসাধারণ আয়োজনে উদযাপিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সিলেট ক্যাডেট কলেজে এসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান ‘ওকাস’ এর সভাপতি জমুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক জনাব হাসিবুল হোসেন উপল, সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ মিসেস নায়না আক্তার এবং অভ্যাগত অতিথিবৃন্দ।

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৯ম পুনর্মিলনী অনুষ্ঠিত

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ‘ওকাস’ পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষণা করেন এবং বর্তমান ও প্রাক্তন ক্যাডেটবৃন্দ কর্তৃক পরিবেশিত বর্ণাঢ্য প্যারেডে সালাম গ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্যারেড শেষে প্রধান অতিথি সিলেট ক্যাডেট কলেজের শহীদ মিনারের সামনে একটি বৃক্ষ রোপণ করেন।

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ৯ম পুনর্মিলনী অনুষ্ঠিত

পরে তিনি ‘ওকাস’ এর নির্বাহী কমিটি, কলেজের কর্মকর্তা ও অনুষদ সদস্যদের সাথে একটি ফটোসেশনে অংশ নেন। প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওকাস’ প্রধান অতিথির সম্মানে কলেজে বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করে।

তিনদিন ব্যাপী সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) শুরু হয়। এই দিন প্রাক্তন ক্যাডেটবৃন্দ কলেজে উপস্থিত হতে শুরু করলে আবেগঘন ও উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। নানাবিধ বর্ণিল আয়োজন ও দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় সংগীতায়োজনের মধ্য দিয়ে আগামী ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ এই পুনর্মিলনীর সমাপ্তি হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।