খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে আলীকদমে ৫টি গীর্জায় আর্থিক সহায়তা প্রদান করল সেনাবাহিনী
 
                 
নিউজ ডেস্ক
খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে ৫টি গীর্জায় আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনীর আলীকদম জোন।
আজ রবিবার (২২ ডিসেম্বর) সকালে আলীকদম জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষে এ অনুদান প্রদান করা হয়।

আলীকদম জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে ৫ টি গীর্জায় শুভেচ্ছা উপহার হিসেবে এসব অনুদান তুলে দেন ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ।
একই সাথে এদিন আকুলা ত্রিপুরাপাড়া গীর্জায় একটি হারমোনিয়াম ও দুইটি তবলা প্রদান করা হয় সেনাবাহিনীর পক্ষ হতে।

এসময় ভারপ্রাপ্ত জোন অধিনায়ক বলেন, আলীকদম জোন বহুসংস্কৃতির মধ্যে সুরক্ষা ও সৌহার্দ্যের শক্তি বৃদ্ধি করতে দৃঢ়প্রত্যয়ী। উন্নয়নমূলক কাজের পাশাপাশি সকল উপজাতী গোষ্ঠী যেন নিজেদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন সৃষ্টি করতে পারে সেই লক্ষ্যে এই জোন কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
