মোবাইল নেটওয়ার্ক বন্ধে ভোগান্তিতে স্থানীয়রা, ওয়াইফাইয়ে যুক্ত রোহিঙ্গারা - Southeast Asia Journal

মোবাইল নেটওয়ার্ক বন্ধে ভোগান্তিতে স্থানীয়রা, ওয়াইফাইয়ে যুক্ত রোহিঙ্গারা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক বন্ধের ফলে স্থানীয়রা কষ্ট পেলেও রোহিঙ্গারা রয়েছে মহাসুখে। রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকলেও মিয়ানমারের সিম দিয়ে মোবাইলে দ্রতগামী ইন্টারনেট চালাচ্ছে রোহিঙ্গা, পাশাপাশি পল্লী বিদ্যুৎ এর পিলার ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্পের প্রায় দোকানে এখন ওয়াইফাই কানেকশন। ।

সরকারের সিদ্ধান্ত মতে বাংলাদেশের মোবাইল অপারেটররা রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল সেবা টুজিতে নামিয়ে আনাতে প্রথমে থমকে যায় রোহিঙ্গারা। দুই একদিক তারা কষ্ট পেলেও তাদের হাতে ধরা মিয়ানমারের দ্রুত গতির MPT সিম। মিয়ানমারে ব্যাপক জনপ্রিয় MPT কোম্পানি বাংলাদেশের মোবাইল কোম্পানির স্থান দখল করে নেয়। তার উপর উখিয়ায় অবস্থিত ৫/৬ টি ওয়াইফাই কোম্পানির উপর হূমোড়ী খেয়ে পড়ে ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সহ এনজিও গুলো। তারা ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য ব্যস্ত দিন অতিবাহিত করছে।
গত এক সপ্তাহে ওয়াইফাই কোম্পানি গুলো রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গাদের দোকান ও এনজিও অফিসগুলোতে অস্তত ১ হাজার সংযোগ স্থাপন করেছে বলে জানা গেছে। মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে গোপনে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর সংযোগ দিচ্ছে বলেও জানা যায়। এক্ষেত্রে ওয়াইফাই কোম্পানিগুলো সরকারী নির্দেশনা মানছে না। তারা যে যেভাবে পারছে প্রতিযোগিতা মুলক ওয়াইফাই সংযোগ দিয়ে যাচ্ছে। তাই রোহিঙ্গা ক্যাম্পে ইন্টারনেট আগের চেয়ে আরো দ্রতগামী।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন, রোহিঙ্গারা যাতে ওয়াইফাই সংযোগ না পায় তার জন্য ওয়াইফাই কোম্পানির প্রতিনিধিকে বলা হয়েছে। তবুও তারা যদি সংযোগ দিয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।