ভারতে বড়দিন উদযাপন করায় ২ নারীকে গাছের সঙ্গে বেঁধে যৌন নিপীড়ন-মারধর

ভারতে বড়দিন উদযাপন করায় ২ নারীকে গাছের সঙ্গে বেঁধে যৌন নিপীড়ন-মারধর

ভারতে বড়দিন উদযাপন করায় ২ নারীকে গাছের সঙ্গে বেঁধে যৌন নিপীড়ন-মারধর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন পালন করার জেরে ভারতে ২ নারীকে যৌন নিপীড়ন, মারধরসহ অমানবিক নির্যাতন করেছে উগ্রবাদী হিন্দু সংগঠন দেবসেনার সদস্যরা।

গত বুধবার (২৫ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে দেশটির ওড়িশার যাজপুর জেলার গোবর্ধনপুরে।

ইতোমধ্যে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বড়দিন পালন করায় ধর্মাবলম্বী ২ নারীকে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন উগ্রবাদী হিন্দু সংগঠন দেবসেনার সদস্যরা। বলছেন, অন্য কোথাও যদি কেউ এরকম করে, তাহলে তাদেরকে খবর দিতে। তাহলে সেখানে গিয়েও তারা হাজির হয়ে ব্যবস্থা নিবেন।

নির্যাতনে সময় ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন তারা।

নির্যাতনের কারণ হিসেবে উল্লেখ করা হয়, ওই ২ নারীরা বড়দিন উদযাপন করছিলেন। এতে তাদের পুর্বপুরুষদের ধর্ম ও সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি ‘ধর্ম পরিবর্তনে উৎসাহিত করছিলেন’ বলে অভিযোগ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।