বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রকে ৪১ বিজিবির মানবিক সহায়তা
 
                 
নিউজ ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৪ জানুয়ারি) রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে আন্দোলনে আহত সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকার মোঃ ইউসুফ আলীর পুত্র নবাব শরীফ সাজিব (২৫)কে উন্নত চিকিৎসার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আহত ছাত্রের হাতে আর্থিক অনুদান তুলে দেন কাপ্তাই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।
এসময় তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেন ব্যাটালিয়ন অধিনায়ক। আর্থিক অনুদান প্রদানকালে বিজিবির পদস্থ কর্মকর্তা এবং আহত সাজিব এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে গোলাগুলিতে ৬টি গুলি ডান হাতে ও ১টি গুলি মাথার ডান পার্শ্বে লেগে গুরুতর আহত হন সাজিব। বর্তমানে সে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
