সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ, অসহায় ও বয়স্ক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাজেক ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের দরিদ্র ও দুস্থ পাহাড়ি এবং বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. খায়রুল আমিন।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. আবু নাঈম খন্দকার।

এসময় বাঘাইহাট জোনের আওতাধীন গঙ্গারাম বাজার এবং বাঘাইহাট বাজার এলাকায় প্রায় দুইশ’ স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মো. খায়রুল আমিন বলেন, পাহাড়ি এলাকায় শীতে অনেকে কষ্ট পাচ্ছে। তাই আমরা গঙ্গারাম ও বাঘাইহাট বাজার এলাকায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছি। সাধারণ মানুষের পাশে থাকতেই সেনাবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৬নং সাজেকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দয়াধন চাকমা এবং ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ইউপি সংরক্ষিত মহিলা সদস্য সুমিতা চাকমা প্রমুখ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।