এবার অরুণাচলে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
 
                 
নিউজ ডেস্ক
ভারতের সেভের সিস্টার্স রাজ্যের অন্তর্ভুক্ত নাগাল্যান্ড- অরুণাচল সীমান্তে অভিযান চালিয়ে একটি ভারী অস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদসহ প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র দল ইউপিডিএফের এক সন্ত্রাসী আটক করেছে অরুণাচলের চাংলাং জেলা পুলিশ, ৯ আসাম রাইফেলস ও নাগাল্যান্ড পুলিশের একটি যৌথ দল।
গত ২৩ জাুনয়ারি (বৃহস্পতিবার) রাজ্যের পেরেন জেলায় অবস্থিত জালুকিতে অভিযান চালিয়ে রাজু চাকমা নামের ওই সন্ত্রাসীকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন ও ৪৫ রাউন্ড গুলিসহ প্রচুর পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। এছাড়া রতার কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
সূত্র জানায়, নুলকিং শিংসন ছদ্মনাম ধারন করে দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার বর্দুমসা সার্কেলের বিজয়পুরে বসবাস করে আসছিলো সে। তার বাড়ি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে। প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন সশস্ত্র দল ইউপিডিএফের সামরিক শাখার সদস্য সে।
দেশটিতে তার বিরুদ্ধে স্থানীয় জনগোষ্ঠীর যুবকদের জঙ্গী সংগঠনের অন্তর্ভুক্ত করাসহ গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে আটকের পর বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
সূত্র আরো জানায়, রাজু চাকমাসহ বেশকয়েকজন চাকমা যুবকের বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দেশটিতে ২০২৩ সালের বিএনএস ১১৩(৪) ধারার অধীনে ২০১৪ সালের ৭ আগষ্ট একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়।

চেংলাং পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অধিকতর তদন্ত চলমান রয়েছে।
এর আগে, মিজোরামের মামিত জেলার পশ্চিম ফাইলেং থানার সাইথাহ গ্রামের কাছের ওই এলাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে রাজ্য পুলিশ ইউপিডিএফের ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করে। সেসময় তাদের কাছ থেকে থেকে ছয়টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০টি কার্তুজ ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করে। ভারতীয় পুলিশ সেখানকার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে জানায়, মিজোরামে অন্যতম বৃহৎ অস্ত্রের চালান জব্দের ঘটনা এটি।
এরপর, গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) মিজোরামের বাংলাদেশ সীমান্তবর্তী আমতলীর মিলনচক্র আদর্শ পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে ইউপিডিএফের অন্যতম প্রধান কোম্পানী কমান্ডার ও অস্ত্র সংগ্রাহক সমাজ প্রিয় চাকমাকে গ্রেফতার করে সেখানকার পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
