রাঙামাটিতে গাঁজা, ইয়াবা ও মদসহ আটক ৪
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি শহরে অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও মদসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো আহাম্মেদ হোসেন (৪০), মোঃ আব্দুল গফুর (৫০), মনির হোসেন (২৩) ও বেলাল হোসেন (২১)। ৫ অক্টোবর শনিবার রাত সাড়ে আটটার সময় শহরের রিজার্ভ বাজারস্থ পার্কের পাবলিক টয়লেট এর ভেতর থেকে তাদের আটক করা হয়েছে।
ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ হুমায়ন কবীর জানান, বেশ কিছুদিন যাবৎ পার্কের ভেতরে অবস্থিত পাবলিক টয়লেটটির ভেতরে ইয়াবা, গাঁজা ও মদ বিক্রি করা হচ্ছে এমন তথ্য পায় ডিবি পুলিশের সদস্যরা। কেয়ারটেকার আহাম্মেদ হোসেন পার্কের গেইটে তালা লাগিয়ে সু-কৌশলে মাদক বিক্রি করতো, ৫ অক্টোবর সন্ধ্যারাতে মাদক বিক্রির সময় ডিবি পুলিশের সদস্যরা লোহার গ্রিল টপকিয়ে ভেতরে ঢুকে পাবলিক টয়লেটের ভেতরে অভিযান পরিচালনা করে হাতে-নাতে চারজনকে আটক করতে সক্ষম হয়। এসময় টয়লেটের ভেতরে রাখা গাঁজা, চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি হুমায়ুন কবীর।