চট্টগ্রামে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন

চট্টগ্রামে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন

চট্টগ্রামে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করল বিজিবির রামগড় ব্যাটালিয়ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ পথে আনা ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত কয়লারমুখ নামক স্থান হতে এসব ফেন্সিডিল জব্দ করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সোয়া ৯টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ নামক স্থান হতে মালিকবিহীন ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ফেন্সিডিল পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্তে যেকোন মদাক-চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।