ভারতীয় পোষাক ও অবৈধ গোল কাঠ আটক করল বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে সীমান্ত পথে চোরাচালানে আসা ভারতীয় পোষাক ও অবৈধ গোল কাঠ আটক করেছে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
আজ শুক্রবার এসব চোরাচালান মালামাল জব্দ করে বিজিবি সদস্যরা।
বিজিবি সুত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও দিক নির্দেশনায় দায়িত্ব পূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বৌদ্ধমনিপাড়া বিওপি-এলাকায় বিপুল পরিমান ভারতীয় উন্নত মানের গেঞ্জি আটক করা হয় এবং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকা হতে বিভিন্ন সাইজের অবৈধ কাঠ (কনক) আটক করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া জানান, লোগাং বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যাতে অবৈধ কাঠ এবং ভারতীয় মালামাল চোরাচালানী হতে না পারে সে জন্য কঠোর নজর দারী বৃদ্ধি সহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।