বাংলাদেশে উগ্র বামপন্থিদের সহায়তায় গেছে ২৯ মিলিয়ন ডলার: ট্রাম্প
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর অর্থ প্রদান নিয়ে আবারও চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সংস্থাটি বাংলাদেশে একটি ‘উগ্র বামপন্থি কমিউনিস্ট’ গোষ্ঠীকে সমর্থন করার জন্য ২৯ মিলিয়ন ডলার ব্যয় সরবরাহ করেছে।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) মার্কিন সরকারের অধীন একটি বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা। এটি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। ট্রাম্প সরকার সংস্থাটির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে।
বিলিয়ন ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের নেতৃত্বাধীন মার্কিন সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) পক্ষ থেকে থেকে সম্প্রতি দাবি করা হয়, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকার ২৯ মিলিয়ন ডলার খরচ করেছে।
পাশাপাশি ডিওজিই-এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানানো হয়, বাংলাদেশের জন্যে বরাদ্দ এই অনুদান এখন থেকে বন্ধ করা হবে। স্বভাবতই বিষয়টি নিয়ে কৌতুহল জন্মায় যে, এই ২৯ মিলিয়ন ডলার কেন এবং কাকে দেয়া হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে ওই ২৯ মিলিয়ন ডলার নিয়ে কথা বলেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, ২৯ মিলিয়ন ডলার যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে। উগ্র বামপন্থি কমিউনিস্টদের পক্ষে ভোট করতে এই অর্থ ব্যবহার করা হচ্ছে। কাদেরকে এই অর্থ দেয়া হয় তা আপনাদের খতিয়ে দেখতে হবে।
এর আগে বিষয়টি নিয়ে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করার নামে এমন এক সংস্থাকে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়, যার নাম আগে কেউ শোনেনি। সেখানে মাত্র দুজন কাজ করেন।’
তিনি আরও বলেন, ‘তারা ২৯ মিলিয়ন ডলারের চেক পেয়েছে। আপনি ভাবতে পারেন, আপনার একটি ছোট্ট প্রতিষ্ঠান আছে, আপনি ১০ হাজার পান। কিন্তু আমরা মার্কিন সরকার থেকে একটি প্রতিষ্ঠানকে ২৯ মিলিয়ন ডলার দিয়ে দিচ্ছি। যে প্রতিষ্ঠানে মাত্র দুইজন কাজ করেন।’
এরপর ট্রাম্প উপহাসের সুরে বলেন, ‘দুইজন লোক..আমি মনে করি তারা খুব খুশি। কারণ তারা এখন খুব ধনী। খুব শিগগিরই বড় জালিয়াত হিসেবে একটা ভাল ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি প্রকাশ হবে।’
ওইদিন বাংলাদেশ ছাড়াও ভারতকে এমন সহায়তা দেয়া নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে যাচ্ছে ২১ মিলিয়ন।’ তিনি আরও বলেন, ‘ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য আমরা ২১ মিলিয়ন ডলার দিচ্ছি। আমাদের কি হবে? আমিও তো ভোটার উপস্থিতি বাড়াতে চাই।’
রোববার ভারতের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতে নির্বাচনের জন্য ইউএসএইড সহায়তা করেছে। ভারতকে কেন তারা সহায়তা করবেন? যেখানে ভারত তাদের পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
