খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী আর নেই - Southeast Asia Journal

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী আর নেই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের সাব-ডিভিশন কমান্ডার, তৎকালীন মহাকুমা প্রশাসকের বাংলোয় আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দোস্ত মোহাম্মদ চৌধুরী আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (১১ অক্টোবর) শুক্রবার ভোর রাত সাড়ে ৩টায় জেলা সদরের মধুপুরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিকেলে (বাদ আসর) খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

You may have missed