ভাল্লুকের হামলা থেকে জীবন ফিরে পেলেন আলীকদমের জুমচাষি, পাশে ছিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি উপজেলা আলীকদমে বন্য ভাল্লুকের হামলায় গুরুতর আহত জুমচাষি খাইংদই ম্রো (৫২) এখন সম্পূর্ণ সুস্থ। মৃত্যুর মুখ থেকে ফিরে নতুন করে জীবন পেয়েছেন তিনি। এই ফিরে আসার পেছনে আলীকদম সেনা জোনের দ্রুত পদক্ষেপ, মানবিকতা ও নিরলস সহযোগিতার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
ঘটনাটি ঘটে গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে। জুম চাষের কাজে ব্যস্ত থাকা অবস্থায় হঠাৎ একটি বন্য ভাল্লুক খাইংদই ম্রোর ওপর হামলা চালায়। আক্রমণে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে নিকটবর্তী বলাইপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে যান। সেখানে সেনা সদস্যরা কোনো সময় নষ্ট না করে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। সে সময় তার ডান চোখ ও কপালে গভীর ক্ষত থাকায় অবস্থাকে অত্যন্ত আশঙ্কাজনক বলে বিবেচনা করা হয়।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সেনা সদস্যরা তাকে দ্রুত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আলীকদম সেনা জোনের সহযোগিতায় সরকারি অ্যাম্বুলেন্সে তাকে বান্দরবান সেনানিবাসের মিলিটারি ডেন্টাল সেন্টার (এমডিএস)-এ স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে।
বর্তমানে খাইংদই ম্রো সুস্থ হয়ে স্বাভাবিক চলাফেরা করতে পারছেন। তিনি বলেন, সেনা সদস্যরা সময়মতো পাশে না দাঁড়ালে হয়তো তার জীবন রক্ষা করা সম্ভব হতো না। তার ভাষায়, সেনাবাহিনী তাকে পরিবারের একজন সদস্যের মতোই আগলে রেখেছে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও জানান, চিকিৎসা, যাতায়াতসহ সব ধরনের সহায়তায় সেনাবাহিনী পাশে ছিল। শুধু দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মানবিক দায়িত্ববোধ থেকেই সেনা জোন এই সহায়তা দিয়েছে বলে তারা মন্তব্য করেন।
এলাকাবাসীরাও আলীকদম সেনা জোনের ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, দুর্গম পাহাড়ি জনপদে বিপদের সময়ে বাংলাদেশ সেনাবাহিনী যে কেবল নিরাপত্তা নয়, মানবিক আশ্রয় হিসেবেও কাজ করে—এই ঘটনা তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় প্রাকৃতিক ঝুঁকি ও বন্যপ্রাণীর আক্রমণের মতো বিপদে সেনাবাহিনীর তাৎক্ষণিক ও মানবিক সহায়তা স্থানীয় জনগণের আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।