শাহবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, প্রধান আসামী কে এস মং পুত্র অং

শাহবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, প্রধান আসামী কে এস মং পুত্র অং

শাহবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, প্রধান আসামী কে এস মং পুত্র অং
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রমনা থানার ওসি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণবিরোধী পদযাত্রার নামে পুলিশের ওপর হামলার ঘটনায় রমনা থানায় ১২ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা হিসেবে আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- অং অং মারমা, সুমাইয়া শাহিন, আদ্রিতা রায়, আরমান, মেঘমল্লার বসু, আল আমিন রহমান, রিচার্ড, হাসান শিকদার, সীমা আক্তার, শৌকত আরিফ, মাঈন আহম্মেদ, ফাহিম আহাম্মদ চৌধুরী।

এদের মধ্যে অং অং মারমা পার্বত্য জেলা বান্দরবানের বাসিন্দা। তার বাবা কে এস মং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও সন্তু লারমার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জেএসএস এর বান্দরবান জেলা সভাপতি।

শাহবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, প্রধান আসামী কে এস মং পুত্র অং
ভিডিও চিত্রে অং অং মারমাকে সরাসরি পুলিশের উপর হামলা করতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে নারী-পুরুষসহ ৬০-৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তাদের বাধা দেয়। এই সময় ওই পদযাত্রায় অংশগ্রহণকারীরা নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করে। ওই এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করলে তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয়। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারী নারীদের নখের আঁচড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এতে আরও বলা হয়, ‘এক পর্যায়ে পদযাত্রাকারীরা পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে লিপ্ত হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় তাদের হামলায় ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন গুরুতর আহত হন। এ ছাড়া উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম, দুই নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

উল্লেখ্য, এই মামলার প্রধান আসামী অং অং মারমা ও তার বাবা কে এস মং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সক্রিয় সদস্য। তারা বাংলাদেশকে দ্বিখন্ডিত করে ৩ পার্বত্য জেলা নিয়ে জুম্মল্যান্ড নামক খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।