বান্দরবানে শতাধিক রোজাদার পরিবারকে বিজিবির উপহার প্রদান

বান্দরবানে শতাধিক রোজাদার পরিবারকে বিজিবির উপহার প্রদান

বান্দরবানে শতাধিক রোজাদার পরিবারকে বিজিবির উপহার প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের থানচি উপজেলার শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডারের সৌজন্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১২ মার্চ) বিকাল ৩টায় থানচি উপজেলার (৩৮ বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়ানের প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি উপহার প্যাকেজে ছিল মানসম্মত চাল ৫ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, ডাল ১ কেজি এবং লাচ্ছা সেমাই ১ কেজি।

বর্ডার গার্ড বাংলাদেশ (৩৮ বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়ানের ব্যবস্থাপনায় আয়োজিত এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানচি উপজেলার (৩৮ বিজিবি) বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, সৈনিক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

বিজিবির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, এ ধরনের সহযোগিতা অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বিশেষভাবে সহায়ক, বিশেষত পবিত্র রমজান মাসে। বিজিবি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *