রমজান উপলক্ষে লংগদু জোন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটির লংগদুতে অসহায় দরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।
বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় মাইনীমুখ আর্মি ক্যাম্পে জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়া লংগদু সেনা মৈত্রী বিদ্যানিকেতন, দক্ষিণ রহমতপুর কেরাতুল মাদ্রাসা, নব মুসলিম আয়েশা বেগম ও মিলন মিয়াকে নগদ অর্থ প্রদানের মাধ্যমে মাহে রমজান উপলক্ষে দুই শতাধিক পরিবারের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রিক প্রদান করেন।
ইফতার সামগ্রীর মধ্যে সাধারণ মানুষের মাঝে সেমাই -১ প্যাকেট, ছোলা -১ কেজি, পোলার চাল -১ কেজি, ডাল -১ কেজি, চিনি -১ কেজি, খেজুর -২৫০গ্রাম, সয়াবিন তেল -১ লিটার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক হোসাইন মোহাম্মদ মারুফ, জোনের এডজুটেন্ট অনির্বাণ সহ অন্যান্য অফিসার বৃন্দ।
ইফতার সামগ্রী হাতে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত জনসাধারণ।
জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে। আমাদের এধরণের মানবিক কল্যাণ কাজ গুলো সামনেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।