সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নাগরিক আটক
 
                 
নিউজ ডেস্ক
সাতক্ষীরা সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তার নাম শেখ এজাজ (৩৬)। তিনি গুজরাট রাজ্যের আহমেদাবাদের ধানী নিমরার শেখ খলিলের ছেলে। তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
রোববার (১৬ মার্চ) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার মহেশ্বরপাশা এলাকার নূর মোহম্মদের মেয়ে মায়া বেগম (৩৫) ভারতে থাকাবস্থায় শেখ এজাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তারা বাংলাদেশে আসেন। গত ৪ বছর ধরে খুলনার দৌলতপুরে বসবাস ও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
শনিবার বিকেলে ভারতে গমনকালে বৈকারী বিওপির হাবিলদার মো. সাহাবুর রহমানের নেতৃত্ব একটি টহল দল সীমান্ত পিলার ৭/২৮ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটায় তাকে আটক করা হয়। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
