দুই দিনের সফরে পাহাড়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা - Southeast Asia Journal

দুই দিনের সফরে পাহাড়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দুই দিনের সরকারী সফরে আগামীকাল (১৬ অক্টোবর) বুধবার পার্বত্য চট্টগ্রাম আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এমপি। এসময় সফরসঙ্গী হিসেবে পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান, র‌্যাব মহাপরিচালক বেনজির আহম্মদসহ তিন পার্বত্য জেলার আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাগন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, স্বরাষ্ট্রমন্ত্রী ১৬ অক্টোবর সকালে খাগড়াছড়ির রামগড় হয়ে পাহাড়ে প্রবেশ করবেন। এসময় তিনি রামগড়ে নবনির্মিত রামগড় থানা ভবনের উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণের অংশগ্রহনে মাদকবিরোধী জনসভায় গুরুত্বপূর্ন বক্তব্য রাখবেন। জনসভায় উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানসহ পুলিশ ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ।

একই দিন বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাগণ সহ রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিশেষ আইন শৃংখলা সভায় যোগ দিবেন বলেও জানা গেছে।

পরদিন ১৭ অক্টোবর সকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাঙামাটি ক্ষুদ্র-নৃ গোষ্টি ইনষ্টিটিউটে তিন পার্বত্য জেলার হেডম্যান-কার্বারী সম্মেলনে যোগ দিবেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রটি। এছাড়া একই স্থানে বিকেলে পাহাড়ের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করবেন তিনি। এসময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি, খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তি চাকমা, স্বরাষ্ট্র সচিব, পার্বত্য সচিবসহ তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।

সফর সম্পর্কিত একটি সূত্র জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উক্ত সফরে পার্বত্য চট্টগ্রামের বর্তমান আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি এবং এর উত্তোরনে করণীয়, অরক্ষিত সীমান্ত, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজিসহ সন্ত্রাসীগোষ্ঠীর অপরাধ তৎপরতা প্রতিরোধে পাহাড়ে র‌্যাব ক্যাম্প স্থাপন, পাহাড়ের পর্যটন কেন্দ্র সমূহে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধিসহ পাহাড়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশের আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সফরকে ঘিরে পাহাড়ের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।