খাগড়াছড়ির দীঘিনালায় দেড় শতাধিক পরিবারকে ঈদ উপহার দিল সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালায় দেড় শতাধিক পরিবারকে ঈদ উপহার দিল সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালায় দেড় শতাধিক পরিবারকে ঈদ উপহার দিল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় দেড় শতাধিক অসহায়, দুস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক।

সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল তেলসহ আরো কয়েক প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এদিন।

ঈদ উপহার বিতরণ শেষে জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক বলেন, ‘দীঘিনালা জোনের পক্ষ থেকে উপজেলার দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও পুরো রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ ও এতিমখানার অন্তত ৫ শতাধিক শিশুদের সাথে নিয়ে ইফতার ও দোয়া আয়োজন করা হয়েছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে’

খাগড়াছড়ির দীঘিনালায় দেড় শতাধিক পরিবারকে ঈদ উপহার দিল সেনাবাহিনী

মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে দীঘিনালা সেনাজোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন উপস্থিত ছিলেন।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন মানবিক কাজে সব সময় এগিয়ে থাকে। অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে থাকায় সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন বলেন, ‘প্রতি বছরেই সেনাবাহিনী বিভিন্ন উৎসবে এ ধরনের সহায়তা প্রদান থাকে৷ আশাকরি এ ধরনের উদ্যোগ সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। ’

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ২০৩ পদাতিক ব্রিগেয ও খাগড়াছড়ি রিজিয়নের অধীনে দীঘিনালা সেনা জোন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।