বান্দরবানে ৯ তামাক চাষিকে অপহরণ

বান্দরবানে ৯ তামাক চাষিকে অপহরণ

বান্দরবানে ৯ তামাক চাষিকে অপহরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের লামার সরইয়ের লেমুপালং এলাকায় ৯ তামাক চাষি‌কে অপহরণের অভি‌যোগ উঠেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তা‌দের‌কে সরইয়ের লেমুপালং এলাকার তামাক ক্ষেত থেকে অপহরণ করা হয়।

এর মধ্যে দুই জনের পরিচয় মিলেছে। তারা হলেন- আমিন ও ভু‌ট্টো। অন্য সাত জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমিন ও ভু‌ট্টো মূল চাষি। তা‌দের অধীনে আরও সাত শ্রমিক কাজ কর‌তো। সোমবার গভীর রা‌তে সরইয়ের লেমুপালংয়ের নিজ বাগান থেকে একদল সশস্ত্র উপজাতি সন্ত্রাসী অস্ত্রের মুখে তা‌দের অপহরণ ক‌রে নি‌য়ে যায়। তা‌দের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।

বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কায়ছার বলেন, বান্দরবানের সরইয়ে তামাক শ্রমিক‌দের অপহরণের খবর পেয়েছি। তবে কারা অপহরণ করেছে তা স্পষ্ট নয়। তা‌দের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে।

এর আগে, গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১১টা ও ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় একই ইউনিয়নের পির লুলাইং এলাকা থেকে দুই দফায় ১৪ জনকে অপহরণ করা হয়। এছাড়া ১৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের গয়াল মারা রাবার বাগান এলাকা থেকে ২৫ জন শ্রমিককে অপহরণ করা হয়। পরে মুক্তিপণের বিনিময়ে তারা ছাড়া পান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।