চিংড়িতে পুশ করা হচ্ছিল জেলি, হাতেনাতে দুজনকে ধরলো সেনাবাহিনী

চিংড়িতে পুশ করা হচ্ছিল জেলি, হাতেনাতে দুজনকে ধরলো সেনাবাহিনী

চিংড়িতে পুশ করা হচ্ছিল জেলি, হাতেনাতে দুজনকে ধরলো সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ২১০ কেজি চিংড়ি জব্দ ও দুজনকে আটক করা হয়েছে। চিংড়িগুলোতে জেলি পুশ করা ছিল।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. নাহিদ হোসেনের নেতৃত্বে ২১০ কেজি বাগদা, গলদা ও হরিনা চিংড়িতে জেলি পুশ করার সময় সিরিজ, মেডিসিন ও বিভিন্ন আলামতসহ হাতেনাতে দুজনকে আটক করা হয়।

তারা হলেন ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের কাওছার মোড়লের ছেলে আতাউর মোড়ল ও একই এলাকার শওকাত মোল্লার মেয়ে ছামিয়া বেগম।

এদিকে জেলি পুশ করা চিংড়িগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শ্যামনগর সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত বলেন, যৌথবাহিনীর অভিযানে জব্দ চিংড়ির মধ্যে জেলি পুশ করাগুলো নষ্ট ও ভালোগুলো আশপাশের এতিমখানায় দেওয়া হয়েছে। এই অপরাধের সঙ্গে যুক্ত থাকায় আতাউর মোড়লকে জরিমানা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।