খাগড়াছড়িতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইন্টারনেট শ্রমিকদের মালামাল ছিনতাই চেষ্টা - Southeast Asia Journal

খাগড়াছড়িতে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইন্টারনেট শ্রমিকদের মালামাল ছিনতাই চেষ্টা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী গুলোর চলমান সন্ত্রাসী কর্মকান্ড ও অপতৎপরতার ধারাবাহিকতায় এবার খাগড়াছড়িতে ফাইবার ইন্টারনেট শ্রমিকদের ওপর হামলা করে মালামাল ছিনতাইয়ের চেষ্টা করেছে উপজাতি অস্ত্রধারী সন্ত্রাসীরা। ১লা নভেম্বর দিবাগত রাত ১টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের স্টেডিয়ামের পার্শ্বস্থ স্বনির্ভর রাবার কারখানায় ফাইবার ইন্টারনেট নির্মানক্ষেত্রে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সূত্র মতে, স্বনির্ভর রাবার কারখানায় ফাইবার ইন্টারনেট সংযোগ কোম্পানির কংক্রিটের পিলার নির্মান সাইটে হঠাৎ করে অজ্ঞাত সশস্ত্র দুই উপজাতি যুবক চাকু ও এলজি সহ এসে সাইটের শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি করে। প্রথমে তারা সাইটের শ্রমিকদের প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করে এবং চাঁদার টাকা দাবি করে। ভীত হয়ে সেখানে শ্রমিকরা তাৎক্ষনিক ভাবে পাঁচশত টাকা দিতে চাইলে সন্ত্রাসীরা টাকা নিয়েও শ্রমিকদের নির্মান কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মেশিন নিয়ে যায়। খবর পেয়ে পেরাছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাউন্সিলর খোকন ত্রিপুরা স্থানীয়দের নিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা শ্রমিকদের ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে ইন্টারেনেট কোম্পানীর দায়িত্বরত ম্যানেজার মোঃ ফিরোজ শ্রমিকদের নিয়ে বৈঠক করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এবিষয়ে জানতে চাইলে, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কেউ এখনো থানায় কোন অভিযোগ করে নি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবে পুলিশ।

You may have missed