সেনাবাহিনীর গাড়ি নজরদারি-তথ্য পাচার, আটক ৪
 
                 
নিউজ ডেস্ক
চট্টগ্রামের চন্দনাইশে সেনাবাহিনীর গাড়ির ওপর নজরদারি এবং অভিযানের তথ্য পাচারের অপরাধে চারজনকে আটক করা হয়েছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেন তারা।
মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নির্দেশ এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টিম।
আটকরা হলেন— মো.আব্দুল গফুর (৬২), মো. ফয়জুর রহমান (৪৫), মো. জসিম (৩৬) ও মো. জাহেদুল ইসলাম (৩৬)। এরমধ্যে গফুর চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড উত্তর জোয়ারা নগর পাড়ার মৃত ছালেহ আহমেদের ছেলে, ফয়জুর কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর কাঞ্চননগর এলাকার মো. আলীর ছেলে, জসিম একই এলাকার মৃত আফজাল আলীর ছেলে, জাহেদুল মৃত আহমেদ হোসেনের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে যাওয়া গাড়ির ওপর নজরদারি রাখতো এবং তথ্য পাচার করতো। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
