মৌলভীবাজারে বিএসএফের পুশইন করা ৫৯ জনকে থানায় হস্তান্তর

মৌলভীবাজারে বিএসএফের পুশইন করা ৫৯ জনকে থানায় হস্তান্তর

মৌলভীবাজারে বিএসএফের পুশইন করা ৫৯ জনকে থানায় হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের একাধিক সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন করা বিজিবির হাতে আটক ৫৯ জনকে বড়লেখা ও কমলগঞ্জ থানায় শুক্রবার (৯ মে) সকালে হস্তান্তর করা হয়।

বিজিবির ৫২ ও ৪৬ ব্যাটালিয়ান তাদের থানায় হস্তান্তর করেছে।

পুলিশ বলছে, এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। এছাড়াও তাদের এখনও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

বড়লেখা ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গেল বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ ধলাই সীমান্ত দিয়ে এদের জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করা হয়। এদের মধ্যে কমলগঞ্জ ধলাই সীমান্তে ১৫ ও বড়লেখা সীমান্তে ৪৪ জনকে পুশইন করেছিল। পরে বিজিবি তাদের আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। শুক্রবার তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।