মৌলভীবাজারে বিএসএফের পুশইন করা ৫৯ জনকে থানায় হস্তান্তর
 
                 
নিউজ ডেস্ক
মৌলভীবাজারের একাধিক সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন করা বিজিবির হাতে আটক ৫৯ জনকে বড়লেখা ও কমলগঞ্জ থানায় শুক্রবার (৯ মে) সকালে হস্তান্তর করা হয়।
বিজিবির ৫২ ও ৪৬ ব্যাটালিয়ান তাদের থানায় হস্তান্তর করেছে।
পুলিশ বলছে, এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। এছাড়াও তাদের এখনও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
বড়লেখা ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গেল বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ ধলাই সীমান্ত দিয়ে এদের জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করা হয়। এদের মধ্যে কমলগঞ্জ ধলাই সীমান্তে ১৫ ও বড়লেখা সীমান্তে ৪৪ জনকে পুশইন করেছিল। পরে বিজিবি তাদের আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। শুক্রবার তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
