নওমুসলিম নারীকে লাঞ্ছনা ও হুমকির অভিযোগ বান্দরবানের মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে

নওমুসলিম নারীকে লাঞ্ছনা ও হুমকির অভিযোগ বান্দরবানের মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে

নওমুসলিম নারীকে লাঞ্ছনা ও হুমকির অভিযোগ বান্দরবানের মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে নওমুসলিম নারী কর্মচারীকে লাঞ্ছিত ও ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলে জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীলের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’।

বৃহস্পতিবার (৮ মে) সকালে বান্দরবান বাজারের জাফরান রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ২০২৩ সালে বান্দরবানের জেলা মৎস্য অফিসে যোগদানের পর থেকেই মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল নওমুসলিম নারী সহকর্মীকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। ওই নারী মুসলিম ধর্ম গ্রহণ করে একজন মুসলিম যুবককে বিয়ে করায় তাকে অবমাননাকর মন্তব্যের শিকার হতে হয়। অভিযোগে বলা হয়, তিনি প্রায়শই বোরকা পরা, পর্দা পালন ও ইসলাম ধর্মীয় অনুশীলন নিয়ে কটাক্ষ করেন এবং ধর্মীয় বিদ্বেষমূলক আচরণ করেন।

নেতারা আরও জানান, অভিযুক্ত কর্মকর্তা ভুক্তভোগী নারী কর্মচারীকে নিয়মিত অফিসের বদলে তার বাড়িতে রান্না করে খাওয়ানোর প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে বদলি বা চাকরিচ্যুতির হুমকি দেন। এর পাশাপাশি অফিসে অনুপস্থিত থাকা, প্রকল্পের অর্থ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।

সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এসব অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানালে অভিজিৎ শীল ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ নেতাদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেন, যা প্রশাসনিক সীমালঙ্ঘনের সামিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দোলনের প্রতিনিধি আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, মাহির, এবং ছাত্র পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ। তারা অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতারা আরও বলেন, “একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ শুধু ব্যক্তিগত অনাচার নয়, এটি প্রশাসনিক নৈতিকতা, ধর্মীয় সহনশীলতা এবং মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ। আমরা এ ধরনের ফ্যাসিস্ট মানসিকতার কর্মকর্তার কঠোর বিচার দাবি করছি।”

এ বিষয়ে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।