খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক টাওয়ার টেকনিশিয়ান অপহরণ, ফিরে পেতে পরিবারের আর্তনাদ
![]()
নিউজ ডেস্ক
নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা ঈসমাইল হোসেন (৩০) এর উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। আজ বুধবার (১৪ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পরিবারের জানায়, খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার ময়ূরখীল এলাকা থেকে প্রসীত পন্থি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-এর সদস্যরা গত ১৯ এপ্রিল ঈসমাইলকে অপহরণ করে। ঘটনার প্রায় ২৫ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি।
ভুক্তভোগী ঈসমাইল হোসেন নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বীরবাঘাব গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
সংবাদ সম্মেলনে ঈসমাইলের ভাই শাহীন মিয়া (৩৫) লিখিত বক্তব্যে বলেন, ‘গত ১৯ এপ্রিল ঈসমাইল অপহৃত হয়। আমরা রবি কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে বারবার গিয়েছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি। খাগড়াছড়িতে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। কিন্তু এক মাস পার হলেও কোনো অগ্রগতি হয়নি।’
তিনি আরও বলেন, ‘অপহরণের পর রবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা ‘ইডটকো’ নামক একটি প্রতিষ্ঠানের কথা জানান। পরে ইডটকো আবার ‘সাবস্’ নামের আরেকটি প্রতিষ্ঠানের কাছে আমাদের পাঠায়। কিন্তু দুই প্রতিষ্ঠানই বিষয়টি এড়িয়ে গেছে এবং তারা কিছু করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় আছি। যাদের সঙ্গে যোগাযোগ করেছি, কারও কাছ থেকেই সহায়তা পাইনি।’
এ পরিস্থিতিতে ঈসমাইলের পরিবার সরকারের কাছে তার দ্রুত উদ্ধার ও নিরাপদে ঘরে ফেরার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকার বেশ কয়েকটি নেটওয়ার্ক সেবা দেওয়া টাওয়ারে বড় অঙ্কের চাঁদার জন্য সন্ত্রাসীরা হামলা করে। বেশ কয়েকবার এসব টাওয়ার থেকে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে গেছে আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা। এতে করে বন্ধ রয়েছে ওইসব এলাকার মোবাইল নেটওয়ার্ক সেবা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।