বাঘাইছড়িতে ১২ শতাধিক পরিবারে খাদ্যশস্য বিতরণ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে পার্বত্য এলাকার পাড়ী, বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর ১২৩০ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১৪ মে) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) ও মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) উদ্যোগে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এর আওতায় বাঘাইছড়ি পৌরসভার ৬০০টি এবং বাঘাইছড়ি ইউনিয়ন ও সাজেক এলাকার ৬৩০টি পরিবারকে খাদ্যশস্য বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা বিতরণ করা হয় চারটি ভিন্ন স্থানে—সাজেক ইউনিয়নের রুইরুই পাড়া, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি ইউনিয়ন ও বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ এলাকায়।

সাজেকের রুইরুই পাড়ায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্যশস্য বিতরণ করেন চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোঃ শাহরিয়ার ইকবাল।
অন্যদিকে, বাঘাইছড়ি পৌরসভা এলাকায় অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী এবং মারিশ্যা জোনের অধিনায়ক মেজর মো. নোমান আল ফারুক।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির এমন কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।