রাজবাড়ীতে সেনা অভিযানে বিদেশি অস্ত্রসহ মজনু ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার
 
                 
নিউজ ডেস্ক
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শাওরাইল এলাকায় গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত চক্র ‘মজনু গ্রুপের’ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সেনা ক্যাম্প থেকে পরিচালিত এই অভিযানটি শুরু হয় আজ রাত আনুমানিক ৩টার দিকে। অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান, ১৫টি তাজা গুলি এবং দেশীয় ধারালো অস্ত্র।
গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট এলাকায় সন্ত্রাস, ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে। আটককৃতদের সঙ্গে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী সাধারণ মানুষের সহায়তায় এ ধরনের অপারেশন আরও জোরদার করবে বলেও জানানো হয়েছে।
জনসাধারণকে যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
