রাখাইনে সিমেন্ট পাচারের সময় আটক পাঁচ
 
                 
নিউজ ডেস্ক
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারের রাখাইনে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়েছে। এসময় পাঁচ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
এ কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত ২টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অভিযানিক দল একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে অভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করে। মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারের উদ্দেশে বোটটিতে থাকা ৩৪০ বস্তা সিমেন্টসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়।
আটকরা হলেন— টেকনাফের মমতাজ আহমদ (৫০), ভোলার চরফ্যাশনের মো. আরাফাত (৩০), বরগুনার পাথরঘাটার মো. ইব্রাহিম (২৬), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।
জব্দ করা সিমেন্ট, আটক হওয়া পাচারকারী এবং পাচারকাজে ব্যবহার করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
