ডেমরায় পোশাক শ্রমিকদের আন্দোলনে উত্তেজনা, সেনাবাহিনীর মধ্যস্থতায় শান্তিপূর্ণ সমাধান

ডেমরায় পোশাক শ্রমিকদের আন্দোলনে উত্তেজনা, সেনাবাহিনীর মধ্যস্থতায় শান্তিপূর্ণ সমাধান

ডেমরায় পোশাক শ্রমিকদের আন্দোলনে উত্তেজনা, সেনাবাহিনীর মধ্যস্থতায় শান্তিপূর্ণ সমাধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঈদ বোনাস বৃদ্ধির দাবিতে রাজধানীর ডেমরায় দুইটি পোশাক কারখানার প্রায় ১,১০০ শ্রমিকের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ পর্যন্ত সেনাবাহিনীর মধ্যস্থতায় শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো হয়েছে।

রোববার (২৫ মে) সকাল থেকে জুম সোয়েটার ও আইরিন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ঈদ বোনাস বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার মালিক ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে ফেলেন। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজনা আরও বৃদ্ধি পেলে শ্রমিকরা পুলিশ সদস্যদেরও কারখানার ভেতরে অবরুদ্ধ করে রাখে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেমরা থানা পুলিশ সেনাবাহিনীর সহযোগিতা চেয়ে ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন (মেকানাইজড) ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে। রাত ১০টা ৫০ মিনিটে ব্যাটালিয়নের একটি এ-টাইপ টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

রাত গভীর হলে সেনা কর্মকর্তা, পুলিশ এবং মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়, আগামী ঈদুল আজহা থেকে শ্রমিকদের ঈদ বোনাসে অতিরিক্ত ১,৫০০ টাকা যুক্ত হবে। পাশাপাশি আগামী ঈদুল ফিতরের আগে বোনাস পুনর্বিবেচনার প্রতিশ্রুতি প্রদান করে মালিকপক্ষ।

সমঝোতা আলোচনায় মালিকপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর মাহফুজ ইকবাল, জেনারেল ম্যানেজার মনিরুজ্জামান এবং আতিকুর রহমান। শ্রমিকপক্ষের নেতৃত্বে ছিলেন কোম্পানির সভাপতি হান্নান এবং ট্রেড ইউনিয়নের সেক্রেটারি সালমা।

সেনাবাহিনীর মধ্যস্থতায় দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোয় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সময়োচিত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারতো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।