৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় ৩১তম শিরোপা বিজিবির

৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় ৩১তম শিরোপা বিজিবির

৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় ৩১তম শিরোপা বিজিবির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার ফাইনালে বিজিবি ৩২-২৪ গোলে হারিয়েছে বাংলাদেশ আনসারকে। প্রথমার্ধে ১৫-১৩ গোলে এগিয়ে ছিল বিজিবি।

১৯৮৪ সাল থেকে জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে দাপট রয়েছে বিজিবির। সেই ধারাবাহিকতা এবারও অব্যাহত রয়েছে তাদের। এর আগে বাংলাদেশ রাইফেলস নামে পরিচিত ছিল এই সার্ভিসেস সংস্থাটি। এবার দিয়ে সব মিলিয়ে ৩৫ বারের মধ্যে ৩১ বার চ্যাম্পিয়ন হলো বিজিবি।

ম্যাচে দুই দলই সমানে সমানে লড়াই করেছে। দারুণ রোমাঞ্চকর লড়াইয়ে পেন্ডুলামের মতো দুলেছে স্কোরলাইন। কিন্তু শেষ দিকে বিজিবির খেলোয়াড়দের সঙ্গে আর পেরে ওঠেনি আনসার।

বৈরি আবহাওয়া ও প্রচন্ড বৃষ্টির কারণে ম্যাচ চলাকালীন সময়ের মাঝে প্রায় ২০ মিনিট বন্ধ ছিল খেলা। এরপর বৃষ্টি একটু কমলে হ্যান্ডবল মাঠে টেবিল ফ্যান দিয়ে পানি শুকানো হয়।

জাতীয় হ্যান্ডবলে এবারই প্রথম ট্রফির পাশাপাশি অর্থ পুরস্কারের মাধ্যমে প্রাইজমানি দেওয়া শুরু করেছে ফেডারেশন। চ্যাম্পিয়ন বিজিবি দল পেয়েছে ২৫ হাজার টাকা। রানার্স আপ বাংলাদেশ আনসার পেয়েছে ১৫ হাজার টাকা। এছাড়া তৃতীয় হওয়া দল বাংলাদেশ পুলিশ ক্লাব পেয়েছে ১০ হাজার টাকা।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন আনসারের উচো থোয়াই মারমা। তিনিও ট্রফির পাশাপাশি পেয়েছেন ৫ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া সেরা দুজন রেফারিকেও পুরস্কৃত করেছে হ্যান্ডবল ফেডারেশন। এই পুরস্কার পেয়েছেন শান্ত মিয়া ও তামিম শাহরিয়ার। তাদেরও দেওয়া হয়েছে ২ হাজার করে টাকা।

এর বাইরে প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা দশটা দলকে উৎসাহ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১০ হাজার করে টাকা।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল-আলম। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের  সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসা, সাবেক সহ-সভাপতি হাসানউল্লাহ খান রানা ও কোষাধক্ষ্য খালেদ আনোয়ারসহ অন্য কর্মকর্তারা।

বৃষ্টির কারণে জাতীয় হ্যান্ডবলের ফাইনাল বিঘ্নিত হওয়ার ঘটনা মাঠে বসে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর স্টেডিয়ামের সংস্কারের নির্দেশ দেন জাতীয় ক্রীড়া পরিষদকে। তিনি বলেন, ‘বৃষ্টির জন্য অনেক্ষণ খেলা বন্ধ থাকলেও আমরা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল দেখেছি। তবে এখানে যে সমস্যা বৃষ্টির কারণে হয়েছে সেটা আমি নিজে চোখে দেখেছি। আগামীকাল এই স্টেডিয়াম পরিদর্শন করতে এনএসসির একটা টিম আসবে। কোথায় কোথায় সমস্যা, কোন জায়গা সংস্কার করতে হবে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে করে মাঠটি খেলার উপযোগী করে তোলা হবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।