সিরাজগঞ্জে গরুর হাটে যৌথ অভিযান: ৬৫ ব্যবসায়ীর কাছে ফেরত গেল ১ লাখ ৩৫ হাজার টাকা
![]()
নিউজ ডেস্ক
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গরুর হাটে অতিরিক্ত টোল আদায়কারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জেলার ১১টি গরুর হাটে পরিচালিত এই অভিযানে অতিরিক্ত আদায়কৃত মোট ১,৩৫,৩০০ টাকা ৬৫ জন গরু ব্যবসায়ীর কাছে তাৎক্ষণিকভাবে ফেরত প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে এই অর্থ ফেরত দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, বাংলাদেশের কোনো গরুর হাটে অতিরিক্ত আদায়কৃত টোল এতসংখ্যক ব্যবসায়ীর মাঝে ফেরতের ঘটনা এই প্রথম।
অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন, যার সদস্যরা গত কয়েকদিন ধরে নিয়মিতভাবে জেলার প্রতিটি পশুর হাটে নজরদারি ও টহল পরিচালনা করছে।
অভিযান চলাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। একইসঙ্গে জেলার প্রতিটি উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজ নিজ হাটে উপস্থিত থেকে অভিযানে অংশগ্রহণ করেন।
স্থানীয় বিক্রেতা ও ক্রেতারা জানান, সেনাবাহিনীর উপস্থিতিতে তারা এখন হাটে নির্বিঘ্নে ব্যবসা করতে পারছেন এবং অতীতের তুলনায় অনেক বেশি নিরাপত্তা ও স্বস্তি অনুভব করছেন।
গরুর হাটে স্বচ্ছতা ও ভোগান্তিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে যৌথ বাহিনীর এ ধরনের তৎপরতা আগামী দিনেও চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।