আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক গোষ্ঠীর সংঘর্ষ: নিহত ১

নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর বঙ্গলতলীর গভীর অরণ্যে আজ সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল এক অজ্ঞাত ব্যক্তির। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে এক শিশু।
সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের শুভরঞ্জন কারবারীপাড়ার শান্ত নিসর্গ ভেদ করে থেমে থেমে গুলির শব্দে কেঁপে ওঠে পাহাড়। স্থানীয়রা জানান, ইউপিডিএফ (মূল) ও জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে দফায় দফায় গুলি বিনিময় হয়। সংঘর্ষস্থল এতটাই দুর্গম যে, এখনো সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি পৌঁছাতে পারেনি।
নিহত ব্যক্তির মরদেহ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে, তবে তার পরিচয় এখনো নিশ্চিত হয়নি। আতঙ্কিত এলাকাবাসীর মুখে শুধু একটি কথা— “আমরা আর শান্তি চাই।”
সবচেয়ে মর্মান্তিক খবর—এই সহিংসতার বলি হয়েছে এক অবুঝ শিশু। ৫ বছর বয়সী প্রজ্ঞা চাকমা গুলিবিদ্ধ হয়ে ছটফট করছে। তার পায়ে গুলি লাগে বলে জানা গেছে। প্রজ্ঞা স্থানীয় আয়তন চাকমার কন্যা। আপাতত তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।”
পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই এমন গোষ্ঠীগত আধিপত্যের লড়াই চলেছে, যার শিকার হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। আজকের সংঘর্ষ নতুন কিছু নয়—কিন্তু তাজা রক্তে পাহাড় আবারও লাল হলো, আর আতঙ্কের ছায়া নেমে এলো পুরো অঞ্চলে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।