মিয়ানমারে পাচারকালে এনার্জি ড্রিংকস ও সারসহ আটক ৬

মিয়ানমারে পাচারকালে এনার্জি ড্রিংকস ও সারসহ আটক ৬

মিয়ানমারে পাচারকালে এনার্জি ড্রিংকস ও সারসহ আটক ৬
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ৮ লাখ টাকার ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২টি ‘রয়েল টাইগার’ এনার্জি ড্রিংকসসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১৪ জুন) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ডের একটি দল কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয়া হলে সেটি দ্রুতগতিতে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটি আটক করা হয়।
 
তল্লাশিতে ৭ লাখ ৮১ হাজার ৪১০ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২টি রয়েল টাইগার ড্রিংকস পাওয়া যায়। আটককৃত ৬ জনই কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।
 
পরে জব্দকৃত সার ও এনার্জি ড্রিংকস কক্সবাজার কাস্টমসে এবং আটককৃত পাচারকারী ও বোট কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।
 
কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, ‘চোরাচালান ও অপরাধ দমনসহ দেশের উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।