মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাকে পুশইন
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে ১২ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৪ জুন) রাতের আঁধারে এ ঘটনা ঘটে। পরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি জিজ্ঞাসাবাদ করে।
বিজিবি সিলেট-৫২ ব্যাটালিয়নের একটি সূত্র জানায়, বিএসএফ রোহিঙ্গাদের ধরে এনে বাংলাদেশ সীমান্তের কাছে জড়ো করে। পরে সুযোগ বুঝে বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। বিজিবি তাৎক্ষণিকভাবে তাদের আটক করে।
আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই রোহিঙ্গা। জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে তারা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিল।
বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি। তবে আটকদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
