আকাশ প্রতিরক্ষায় বিমান বাহিনীর নতুন র্যাডার উদ্বোধন
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর বগুড়াস্থ র্যাডার ইউনিটে নব-স্থাপিত অত্যাধুনিক জিএম-৪০৩এম আকাশ প্রতিরক্ষা র্যাডার আজ বুধবার (১৮ জুন) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যাডারটির উদ্বোধন করেন।
বিমান বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজনের অংশ হিসেবেই এই র্যাডার অন্তর্ভুক্ত করা হলো। উদ্বোধনী বক্তব্যে জানানো হয়, ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই প্রতিশ্রুতি বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নতুন সংযোজিত জিএম-৪০৩এম র্যাডারটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
