খাগড়াছড়িতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচী বিষয়ক স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচী বিষয়ক স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

‘ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি’ স্লোগানে দেশের বিভিন্ন স্থানের মতো পাহাড়ের বিভিন্ন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ব্যাংকিং খাতে আগ্রহী ও তাদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত স্কুল ব্যাংকিং কর্মসূচীর আওতায় প্রতিবছরের ন্যায় খাগড়াছড়িতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচী বিষয়ক স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক ধ্যানেশ্বর সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, খাগড়াছড়ি সোনালী ব্যাংকের এজিএম প্রীতিকুসুম চাকমা ও অগ্রণী ব্যাংকের এজিএম অজয় কুমার চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ী মনোভাবকে উৎসাহ প্রদানের লক্ষ্যে এই স্কুল ব্যাংকিং সম্মেলনের আয়োজন করা হয়েছে। তারা বলেন, ২০১০ সালে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সারাদেশে প্রায় ১২ লাখ ৯৯ হাজার শিক্ষার্থীর হিসাব খোলা হয়েছে। এসময় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে সাবলম্বী করার মানসিকতা সৃষ্টিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রমকে জোরদার করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

এদিকে সম্মেলনের আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে ২০১০ সাল থেকে ১ হাজার ৯শ শিক্ষার্থী ও অভিভাবক যৌথ নামে বিভিন্ন ব্যাংকে স্কুল ব্যাংকিং একাউন্ট খুলেছেন। ইতিমধ্যে উক্ত একাউন্টগুলোতে ১ কোটি ১৯ লাখ টাকা জমা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলে শিক্ষার্থীরা তাদের নিজ নামে উক্ত একাউন্টগুলো পরিচালনা করতে পারবে।