ফেনী সীমান্ত দিয়ে আরও ১১ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

ফেনী সীমান্ত দিয়ে আরও ১১ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

ফেনী সীমান্ত দিয়ে আরও ১১ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১১ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। বুধবার (১৮ জুন) দিনগত রাতে উপজেলার যশপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এদের মধ্যে একজন পুরুষ, সাতজন নারী ও তিনজন শিশু রয়েছে। আটকরা যশোর, নড়াইল ও সাতক্ষীরার বাসিন্দা।

বিজিবি জানায়, রাত ২টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির মটুয়া ২১৯১ পিলার দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় নারী-শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। বাসা-বাড়ির কাজসহ বিভিন্ন কাজের জন্য দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।