পার্বত্য চট্টগ্রামে "আওয়ার লাইভস, আওয়ার হেলথ্, আওয়ার ফিউচার" প্রকল্পের উদ্বোধন - Southeast Asia Journal

পার্বত্য চট্টগ্রামে “আওয়ার লাইভস, আওয়ার হেলথ্, আওয়ার ফিউচার” প্রকল্পের উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নারী ও শিশুর স্বাস্থ্য সেবা উন্নয়ন, নারী প্রতি সহিংসতা বন্ধে বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে “আওয়ার লাইভস, আওয়ার হেলথ্, আওয়ার ফিউচার” প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স মিলনায়তনে প্রকল্পের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ন ইউনিয়নের অ্যাম্বাস্যাডর ও হেড অব ডেলিগেশন টু বাংলাদেশ রেনসি তিরাইংক। এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, জেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুখ, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ সভাপতি থোয়াই অং মারমা, রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনকে আরো নিরাপদ, আরো সুন্দর করতে আমরা পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করেছি, চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ে শান্তি ফিরে আসবে না, নারী অধিকার প্রতিষ্ঠিত হবে না। এজন্য পার্বত্য চুক্তি বাস্তবায়ন দরকার। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় এখানে সকল ধরণের প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হয়েছে। চুক্তি বাস্তবায়ন না হলে কোন অধিকার প্রতিষ্ঠিত হবে না বলেও দাবি করেন তিনি।

এছাড়া অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন নেদারল্যান্ড সিমাভির প্রকল্প ব্যবস্থাপক ঝিমনো ডুরান। স্বাগত বক্তব্য রাখেন সিমাভির উপ পরিচালক আলবার্ট।

প্রসঙ্গত রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় মোট ১০টি এনজিও ৫ বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা, নারী শিশুর স্বাস্থ্য সেবা উন্নয়ন, নারী প্রতি সহিংসতা বন্ধের জন্য কাজ করা হবে।